ঝিনাইদহে দীর্ঘ ১ মাস ধরে নিখোঁজ শিশুপুত্রসহ মা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগনী গ্রামে অমিত কুমার শীল’র আড়াই বছর বসয়ী শিশুপুত্র অমৃত শীল ও স্ত্রী আল্লাদী রানী ১ মাস যাবত নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আল্লাদী রানীর পিতা শুকুমার শীল ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
শুকুমার শীল জানান, গত ৬ জুলাই তার বাড়ী সদর উপজেলার দক্ষিণনারায়ণপুর গ্রাম থেকে শ্বশুড়বাড়ী শৈলকুপার বাগনী গ্রামে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় আল্লাদী ও তার শিশুপুত্র অমৃত। কিন্তু সে আর শ্বশুড়বাড়ী পৌছায় নি। বিভিন্ন স্থানে খোজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল শাড়ী ও ব্লাউজ। আল্লাদী রানীর গায়ের রং-ফর্সা, মুখ-গোলাকার, উচ্চতা-৫ ফুট। কোথাও তার সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পিতা শুকুমার শীল।
এদিকে তার স্বামী অমিত কুমার শীল অভিযোগ করেন, বাগনী গ্রামের প্রতিবেশি মিলন মৈত্র’র ছেলে মিঠু মৈত্র তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বর্তমানে তার স্ত্রী ও শিশুপুত্র মিঠুর নিয়ন্ত্রনে আছে বলে অভিযোগ করেন তিনি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগনী গ্রামে অমিত কুমার শীল’র আড়াই বছর বসয়ী শিশুপুত্র অমৃত শীল ও স্ত্রী আল্লাদী রানী ১ মাস যাবত নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আল্লাদী রানীর পিতা শুকুমার শীল ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
শুকুমার শীল জানান, গত ৬ জুলাই তার বাড়ী সদর উপজেলার দক্ষিণনারায়ণপুর গ্রাম থেকে শ্বশুড়বাড়ী শৈলকুপার বাগনী গ্রামে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয় আল্লাদী ও তার শিশুপুত্র অমৃত। কিন্তু সে আর শ্বশুড়বাড়ী পৌছায় নি। বিভিন্ন স্থানে খোজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল শাড়ী ও ব্লাউজ। আল্লাদী রানীর গায়ের রং-ফর্সা, মুখ-গোলাকার, উচ্চতা-৫ ফুট। কোথাও তার সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন পিতা শুকুমার শীল।
এদিকে তার স্বামী অমিত কুমার শীল অভিযোগ করেন, বাগনী গ্রামের প্রতিবেশি মিলন মৈত্র’র ছেলে মিঠু মৈত্র তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। বর্তমানে তার স্ত্রী ও শিশুপুত্র মিঠুর নিয়ন্ত্রনে আছে বলে অভিযোগ করেন তিনি।
No comments