চির বিদায়ে শায়ীত হয়ে চলে গেলেন না ফেরার দেশে মহেশপুর ইউএনও'র ড্রাইভার আনোয়ার হোসেন।

ঝিনাইদহ প্রতিনিধি:১৩ ই আগষ্ট চির বিদায়ে শায়ীত হয়ে চলে গেলেন না ফেরার দেশে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীর ড্রাইভার আনোয়ার হোসেন। গত ১১ই আগষ্ট ইউএনও'র ড্রাইভার আনোয়ার হোসেন (৬২) স্টোক রোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন প্রথমে যশোর সদর পরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ ই আগষ্ট রাত ৯.৩০ মিনিটের সময় মারা যায়। মৃত্য কালে স্ত্রী ১ পুত্র ১ কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৩ আগষ্ট মহেশপুর উপজেলা চত্তরে বাদ জোহর উপজেলা জামে মসজিদের ঈমাম হাফেজ আবু সুফিয়ান এর ঈমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে মহেশপুর কারবালা ময়দানে তাকে দাফন করা হয়। ড্রাইভার আনোয়ার হোসেনের জানাযায় বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শাশতী শীল, উপজেলা চেয়ারম্যান মোহাঃ আব্দুল হাই, পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন,প্রকল্প বাস্তবায়ন মোছাঃ মেহেরুননেছা। এসময় জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, হাসেম আলী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তি বর্গ, শিক্ষক, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ অত্র এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৩ ইং সালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক হিসাবে সরকারী ভাবে নিয়োগ পেয়ে নিষ্ঠার সাথে দায়ীত্ব্য পালন করে আসছিল। জন্ম স্থান বাড়ী বরিশাল জেলায় হলেও নিয়োগের পর থেকে মহেশপুর উপজেলা সংলগ্ন নিজস্ব বাসা বাড়ী তৈরী করে পরিবার পরিজনকে নিয়ে বসবাস করে আসছিল। বর্তমান তিনি মহেশপুর পৌর সভার বাসিন্দা ছিলেন।

No comments

Powered by Blogger.