ঝিনাইদহে মাদক বিরোধি আলোচনা সভা ও শপথবাক্য পাঠ
ঝিনাইদহ প্রতিনিধি:‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধি আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়। ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, ব্যবসায়ী বাবুল আজাদ, যুবলীগ নেতা কামাল হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী। বক্তারা, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দুরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাদক বিরোধি শপথবাক্য পাঠ করানো হয়।
No comments