শৈলকুপায় মাদক বিরোধি আলোচনা সভা ও শপথবাক্য পাঠ
ঝিনাইদহ প্রতিনিধি:‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধি আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। শনিবার দুপুরে শৈলকুপা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়। কলেজ অধ্যক্ষ শেখ কবিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, শিক্ষক মেহেদি হাসান, নাজনীন নাহার, সমাজসেবক আনিচুর রহমানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দুরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাদক বিরোধি শপথবাক্য পাঠ করানো হয়।
No comments