ঝিনাইদহে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ শহরের শিশু হাসপাতালের সামনে ওষুধ ফার্মেসীতে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হতা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯ টার দিকে। ঘটনার পর থেকে ফার্মেসি মালিক আমিরুল ইসলাম পলাতক রয়েছে। নিহত মিজানুর শৈলকুপা উপজেলার দীঘল গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় একজন ভূষিমাল এবং জমি ব্যবসায়ী।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সন্ধ্যায় শিশু হাসপাতাল গেটে ফিরোজা ফার্মেসীতে বসে গল্প করছিল মিজানুর রহমান ও আমিরুল ইসলাম। রাত ৯ টার দিকে সেখানে শোরগোল শুনতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ফার্মেসীর মধ্যে থেকে ব্যবসায়ী মিজানুর রহমানের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে আমিরুল ইসলাম পলাতক রয়েছে।
নিহতের ভাগ্নে ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল জানান, ট্রাক কেনার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা দেয়া হয়েছিল। ধারনা করা হচ্ছে এ টাকা নিয়ে কোন ঝামেলার কারনে আমিরুল মামাকে হত্যা করেছে।
নিহতের ভাগ্নে ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আওয়াল জানান, ট্রাক কেনার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা দেয়া হয়েছিল। ধারনা করা হচ্ছে এ টাকা নিয়ে কোন ঝামেলার কারনে আমিরুল মামাকে হত্যা করেছে।
No comments