ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:‘যুবদের জন্য নিরাপদ স্থান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে যুব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট একে এম নূর হোসেন নির্ঝর, সিডিও কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী। অনুষ্টান পরিচালনা করেন, কম্পিউটার প্রশিক্ষক সাজেদা পারভীনসহ যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীর মাঝে সনদপত্র ও ১৪ জনকে ২ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
No comments