মহেশপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা উপকারভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বুধবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় পৌর এলাকার উপকারভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাশ্বত শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, বিআরডিবি অফিসার জামিলুর রহমান, সোনালী ব্যাংকের ম্যানেজার হুমায়ুন কবির, জনতা ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর আলম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, বিআরডিবি এলাকা সমন্বয়কারী আবু মুছা, মহেশপুর পৌরসভার মহিলা কাউন্সিলর নুরজাহান খাতুন, জামেনা খাতুন, রেহেনা খাতুন। হেলথ ক্যাম্পটি পরিচালনা করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আফসার আলী ও মাহমুদা নার্গিস। সার্বিক সহযোগিতা করেন ক্রেডিট সুপার ভাইজার মনোরঞ্জন কুমার।

No comments

Powered by Blogger.