ঝিনাইদহে অগ্নিকান্ডে গরু, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে অগ্নিকান্ডে দুটি গরু, নগদ টাকা ওআসবাবপত্র পুড়ে গেছে। শনিবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক সিরাজ বিশ্বাস জানান, শনিবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ ভোর রাতে বিদ্যুতের শট সার্কিট থেকে এ অগ্নিকন্ডের ঘটনা ঘটে। সে সময় আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে বাড়ির সকল স্থানে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ ২০হাজার টাকা, ৩০ মণ ধান, আসবাবপত্র ও গোয়াল ঘরে থাকা দুটি গরু অগ্নিদগ্ধ হয়। পরে গরু দুটি মারা যায়। এ সময় আগুন নিভাতে গেলে ও নিজেদের পরিবারের লোকজন আত্ম- রক্ষার্থে বের হলে ৪জন সদস্য দগ্ধ হয়। আহত ব্যক্তিরা অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না।খবর পেয়ে স্থানীয় মেম্বর ও চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শণ করেন। সহায় সম্বল হারিয়ে তারা অনাহারে দিন কাটাচ্ছে বলে জানান এলাকাবাসী। ভুক্তভোগী সিরাজ বিশ্বাস সমাজের বিত্তবান লোক ও সরকারের কাছে আর্থিক সহযোগীতার দাবি জানিয়েছেন।
No comments