মাদক ব্যবসায়ীর তালিকায় নাম নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সম্মেলন করেছে শিবলী নোমানি নামের এক যুবলীগ নেতা। মাদক ব্যবসায়ীদের তালিকায় তার নাম থাকায় নির্দোষ দাবি করে এই সম্মেলন করেন। শিবলী নোমানি কালীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং শহরের শোয়াইবনগর কামিল মাদরাসার গভর্ণিং বডির সভাপতি। বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের আড়পাড়া এতিমখানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবলী নোমানি। এসময় তার বৃদ্ধ পিতা আলহাজ¦ আব্দুল মুবিন কান্নায় ভেঙ্গে পড়েন। শিবলী নোমানি জননেত্রী শেখ হাসিনার মাদকমুক্ত দেশ গড়ার পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, আমি আপনাদের সামনে বড় হয়েছি। বিপদে আপদে অসহায় মানুষের পাশে দাড়িয়ে শক্তি যুগিয়েছি।কিন্তু আজ আমি রাজনৈতিক প্রতিপক্ষের অপরাজনীতি ও ষড়যন্ত্রের শিকার। আমার প্রতিপক্ষরা ভুল ও মিথ্যা তথ্য দিয়ে আমাকে মাদক ব্যবসায়ী এবং এর আশ্রয় প্রশ্রয়দাতা বানিয়ে তালিকাভুক্ত করেছে।সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে নিরেপেক্ষ তদন্তের দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন, তার পিতা আলহাজ¦ আব্দুল মুবিন, তার বড় ভাই মাসুদুর রহমান মন্টু, স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, মোবারকগঞ্জ চিনিকল কৃষক কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এসময় সেখানে উপস্থিত ছিল শতাধিক ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মী।

No comments

Powered by Blogger.