প্র্রভাক মুসা করিমের মাতার এন্তেকাল
চিত্রা নিউজ ডেস্ক:ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ থানার ৮নং মালিয়াট ইউনিয়ানের বিএনপি'র সেক্রেটারি এবং চাপরাইল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ মুসা করিমের মা গতকাল ২৯/০৮/২০১৮ বিকাল ৫ টার সময় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমার জানাযা হয়েছে ৩০/৮/২০১৮ সকাল ১০ টার সময়।জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ এর সাবেক এমপি আলহাজ্জ শহীদুজ্জামান বেল্টু সহ তার নেতা কর্মি ও স্থানীয় এলাকাবাসী। শোকাহত পরীবারের সমবেদনা জানিয়ে ৮নং মালিয়াট ইউনিয়ানে বিএনপি'র রোড শো বন্ধ রাখা হয়েছে।
No comments