কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের আখ রোপন মৌসুম শুভ উদ্বোধনঃ
স্টাফ রিপোর্টার: আগাম করবো আখের চাষ সুখে থাকবো বার মাস- এই প্রত্যয় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় ১১ হাজার একর জমির লক্ষ্যমাত্রা নিয়ে ২০১৮-১৯ আখ রোপন মৌসুমের মিলস গেট এ সাবজোনের ১৮নং ইউনিটের ত্রিলোচানপুর গ্রামের সোহেল রানা এক একর করে জমিতে STP বেডে চারা প্রদানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উদ্বোধন শেষে মৌসুমি আখ রোপন বিষয়ে চিনি মিলের চাষী ও ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানার সভাপতিত্বে ত্রিলোচানপুর ইউনিয়নে মঙ্গলবার বিকালে ত্রিলোচানপুর সরকারি প্রায়মারি স্কুলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,বিশেষ অতিথি ছিলেন চিনি ও খাদ্য শিল্প দপ্তর সি পি ই আক্তার হোসেন,চিনি মিলের ব্যবস্থপনা পরিচালক ইউসুফ আলী সিক্দার, চিনি মিলের জি এম কৃষি নাঈম সিদ্দিক,জি এম প্রশাসন জাহাঙ্গীর আলম,ডি জি এম শফিকুল ইসলাম,ডি এম সম্প্রচার গোলাম মোস্তফা ও গৌতম কুমার মন্ডল,মৌচিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতিয়ার রহমান,মৌচিক সমবায় সমিতি সাধারন সম্পাদক গোলাম রসুল প্রমূখ।বক্তব্যে প্রধান অতিথি বলেন আখ একটি লাভ জনক ফসল। বিভিন্ন প্রতিকূলতার মাঝেও আখ ফসল বেচে থাকে।আখের নিদিষ্ট মূল্য আছে, প্রতি বছর এর মূল্য বৃদ্ধি পায় কিন্তু কখনো কমে না।জাতীয় প্রতিষ্ঠান সুগার মিলকে টিকিয়ে রাখার জন্য চাষীদেরকে আধুনিক পদ্ধতিতে অধিক পরিমান জমিতে আখ রোপনের জন্য উদ্ভুদ্ধ করেন।
No comments