ঝিনাইদহ প্রতিনিধি:জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ শোকসভার আয়োজন করে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, যুগ্ম-সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিকাশ বিশ্বাস, হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফারুকজ্জামান ফরিদ, ইউপি সদস্য শওকত হোসেন প্রমুখ। বক্তারা, বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। শেষে গনভোজের আয়োজন করা হয়।
No comments