ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত
এম,শাহজাহান আলী সাজু কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে :ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের কলেজ মোড় এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে পিকুল (৩২) নামের একজন যুবক নিহত হন। নিহত পিকুল উপজেলার দূর্গাপুর গ্রামের আকবর আলীর ছেলে।প্রতক্ষ্যদর্শীরা জানায়, পিকুল নিজ নসিমন চালিয়ে মালামাল নিযে শহরের দিকে আসার সময় চাকা খুলে গেলে দূর্ঘটনার কবলে পড়ে নিহত হয়।এছাড়াও সকালে মহাসড়কের বিষয়খালী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে চারজন আহত হয়েছে।কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খাঁন সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কালীগঞ্জে ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে হাসপাতালে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
No comments