কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের ১১ হাজার একর জমির আখ রোপন মৌসুম শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:আগাম করবো আখের চাষ সুখে থাকবো বার মাস- এই প্রত্যয় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ২০১৮-১৯ সালে প্রায় ১১ হাজার একর জমির লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ আখ রোপন মৌসুম সুগার মিলস গেট বি সাবজোনের ২২নং ইউনিটের কাশিপুর ও সিমলা গ্রামের আব্দুর রশিদ, গোলাম রসুল ,আব্দুর রহমান ,মিন্টু,ওলিয়ার,আব্দুর কাদের এক একর করে জমিতে STP বেডে চারা প্রদানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। উদ্বোধন শেষে মৌসুমি আখ রোপন বিষয়ে চিনি মিলের ব্যবস্থপনা পরিচালক ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,বিশেষ অতিথি ছিলেন চিনি ও খাদ্য শিল্প দপ্তর সি পি ই,চিনি মিলের জি এম কৃষি নাঈম সিদ্দিক, জি এম অর্থ সাইফুল ইসলাম,জি এম প্রশাসন জাহাঙ্গীর আলম,ডি জি এম শফিকুল ইসলাম,ডি এম সম্প্রচার গোলাম মোস্তফা ও গৌতম কুমার মন্ডল,মৌচিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,আখ চাষী কল্যান সমতির সভাপতি জহুরল ইসলাম,সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু,মৌচিক সমবায় সমিতি সাধারন সম্পাদক গোলাম রসুল প্রমূখ।বক্তব্যে প্রধান অতিথি বলেন আখ একটি লাভ জনক ফসল।তিনি আখ চাষীদের কাজের মূল্যায়ন করে মিলে ডিজিটাল পূজি,ডিজিটাল গেজেট,ডিজিটাল ওজন যন্ত্র,ডিজিটাল পেমেন্ট,আখ চাষে ভর্তুকী প্রদান,আখ চাষের জন্য সহজ শর্তে ঋন সরাসরি চাষীদের মাঝে বিতারণ করা হয়।

No comments

Powered by Blogger.