কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাজুর স্ত্রী গুরুতর অসুস্থ্য

স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.শাহজাহান আলী সাজুর স্ত্রী ও কালীগঞ্জ এম ইউ কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক নার্গিস পারভীন গুরুতর অসুস্থ্য হয়ে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার সময় শিক্ষক নার্গিস পারভীন স্কুলে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ পেয়ে কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও চিত্রা নিউজ ২৪ ডট.কমের সম্পাদক সোলায়মান হোসাইন, সাধারণ সম্পাদক এনামূল হক সিদ্দীক, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চিত্রা নিউজ ২৪ ডট.কমের স্টাফ রির্পোটার জিল্লুর রহমান বাবু ও সমাজ কর্মী বিষ্ণুপদ ঘোষসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুলতান আহম্মেদ জানান, মাইগ্রেনের ব্যাথ্যা জনিত সমস্যা নিয়ে নার্গিস পারভীন সকালে হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তিনি পূর্বের তুলনায় বেশ ভালো আছেন।
সভাপতি শাহাজাহান আলী সাজু তার স্ত্রীর আশু রোগ মুক্তি কামনা করে সকলের দোয়া চেয়েছেন।


No comments

Powered by Blogger.