ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় শোক দিবস পালন ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিত্রা নিউজ ডেস্ক:ঝিনাইদহ কালীগঞ্জের বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস পালন ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে শনিবার বিকালে আ’লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সমিতির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ -৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুধন সাহা,মোচিক সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল,জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম সোহেল, পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা,প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, বিজয় বিশ্বাস, ইব্রাহিম খলিল, মিজানুর রহমান, হেলাল উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতায় এমপি আনার বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে অবকাঠামোগত উন্নয়ন,বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া,দেশের প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করনের আওতায় আনা,শিক্ষার্থীদের উপবৃত্তি দ্বিগুন করাসহ শিক্ষাব্যবস্থায় আমুল পরিবর্তন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও আ’লীগকে ক্ষমতায় আনতে হবে। বক্তারা ৭৫’র ১৫ই আগষ্ট জাতীরজনক বঙ্গবন্ধুসহ নির্মমভাবে নিহতদের আত্বার মাগফেরাত কামনা করেন।


No comments

Powered by Blogger.