ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় গৌতম দাস (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত গৌতম দাস শহরের চাকলাপাড়ার সুইপারকলোনী এলাকার বিনোদ দাসের ছেলে।ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের চাকলাপাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১’শ গ্রাম গাঁজাসহ গৌতমকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই সাইদুল হক, আজিজ খান উপস্থিত ছিলেন।
No comments