ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর কিশোরের লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার পাবর্তীপুর গ্রামে নিখোঁজের ৫ দিন পর আরিফুল ইসলাম নামের কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে ওই গ্রামের একটি বাশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম পার্বতীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুপুরে গ্রামের একটি বাঁশবাগানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আরিফুল ইসলামের স্বজনেরা পরিচয় নিশ্চিত করার পরর পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, আরিফুল প্রায়ই বাড়ী থেকে চলে যেত। গত ২৩ আগষ্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ব্যাপারে তার পিতা আব্দুল কুদ্দুস গত ২৫ শে আগষ্ট ঝিনাইদহ সদর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রী করেন। লাশটি ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
No comments