মহেশপুরে জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে নানা কর্মসুচির মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়ার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পারভীন তালুকদার মায়ার আওয়ামী লীগের নিজ কার্যলয় থেকে একটি শোক র্যালি বের হয়ে মহেশপুর উপজেলা ঘুরে আবার একই জায়গায় এসে শেষ হয়। এসময় এক আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় মহেশপুর উপজেলা আওমীলীগের সাধারন সম্পাদক ময়জদ্দিন হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও মহেশপুর কোটচাঁদপুর উপজেলার আওয়ামীলীগ মনোনয়ন প্রার্থী পারভীন তালুকদার মায়া। এসময় উপস্থিত ছিলেন, মহেশপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, পৌর ওয়ার্ড কমিশনার হাশেম পাঠান, জেলা যুবলীগের সদস্য জলিল, মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, কাজীরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান, কাজীরবেড় ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মুস্তাফি আলী ছবি ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচি পালিত হয়েছে।
No comments