থাইল্যান্ডে একটি গুহায় আটকে পড়া দলটির ১৩ জনের সবাইকে উদ্ধার করা হয়েছে।


চিত্রা নিউজ:রোববার ও সোমবার চারজন করে মোট আট জনকে উদ্ধার করা হয়েছিল, আর আজ বাকি পাঁচজনকেও বের করে এনেছেন উদ্ধারকারীরা। চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং নামের ওই গুহাটিতে ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচ আটকা পড়ে গত ২৩শে জুন। থাই নৌবাহিনীর সীল দল - যারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন - তারা এক বিবৃতিতে বলেছেন. ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচকে বের করে করে আনা হয়েছে, এক অসাধারণ উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে - যার দিকে পুরো বিশ্বের দৃষ্টি নিবদ্ধ ছিল।
ফেসবুকে এক পোস্টে দ্য সীল বলেছে - "ওয়াইল্ড বোর (বুনো শূকর) দলের ১২ জন এবং তাদের কোচ এখন গুহার বাইরে। সবাই সুস্থ।" গত দু'দিনের মত আজও উদ্ধারকৃতদের সবাইকেই হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাদের সাথে গুহার ভেতরে অবস্থান করছিলেন একজন ডাক্তার এবং নৌবাহিনীর তিনজন ডুবুরি। তারা আটকা পড়া শেষজনকে উদ্ধার না করা পর্যন্ত গুহার ভেতরেই ছিলেন, এবং এখন তাদের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন সবাই। তার পরই অভিযানটি সম্পূর্ণ সমাপ্ত হবে।

সৌজন্য:BBC বাংলা

No comments

Powered by Blogger.