শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
মানিক ঘোষ স্টাফ রিপোর্টারঃঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, সদস্য সাব্দার হোসেন মোল্লা, মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা।
এসময় আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাস, জামিনুর রহমান বিপুল, ফারুক হোসেন, সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, জহুরুল হক, মাহমুদুল ইসলাম মামুন, কামরুজ্জামান জিকু জিল্লুর রহমান জনিসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।
বর্ধিত সভায় সংসদ সদস্য আব্দুল হাই বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস বৃদ্ধি পায়, অর্থনৈতিক অবনতি হয়। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
সভায় বক্তারা , শৈলকুপা আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাইকে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
No comments