কালীগঞ্জে সংবাদ সম্মেলন

চিত্রা নিউজ: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসীদের অত্যাচারে সংখ্যালঘু পরিবার নিরাপত্তাহীন শীর্ষক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পূজা উদযাপন কমিটি ও ছাত্র যুব ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা নারায়ন চন্দ বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা সভাপতি তিথি রানী ভদ্র, সাধারণ সম্পাদক উজ্জল অধিকারী, পুজা উদযাপন পরিষদের সুনিল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত খা, ছাত্র যুব ঐক্য পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি পলাশ বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা সভাপতি বলরাম দাস , সম্পাদক মিঠুন পাল প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি যশোর থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ কালীগঞ্জের মৃত নন্দলাল শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী অমিত শিকদার বিশুকে র‌্যাব আটক করে। এর পর বিশুর অপকর্ম আড়াল করতে তার মা ইতি শিকদার বিভিন্ন অপকর্ম শুরু করেন। ৩০ জুন তিনি যশোরে সংবাদ সম্মেলন করে দাবি করেন, সন্ত্রাসীদের অত্যাচারে সংখ্যালঘু পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এছাড়াও তিনি সে সময় অভিযোগ করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কালীগঞ্জ শাখার সহসভাপতি সহকারী অধ্যাপক সুব্রত নন্দীসহ স্থানীয় সংসদ সদস্যও নাকি এর সাথে জড়িত।
নেতারা সংবাদ সম্মেলনে জানান, মাদক ব্যবসায়ী বিশুর মা যে দাবি তুলেছে তা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট। আদৌও কোন সংখ্যালগু পরিবারের উপর হামলা,নির্যাতন বা অত্যাচার হয়নি।

No comments

Powered by Blogger.