ঝিনাইদহে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার বিকেলে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) এর উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে কেক কাটা হয়। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদ মহুল, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিমসহ কসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, নিসচা জেলা শাখার সভাপতি সমাজ সেবক এ্যাড. মনোয়ারুল হক লাল, কেসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক একে এম সাইফুর রশিদ, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, সমাজ সেবক সাজেদুর রহমান ফেটু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল বিশ্বাস, বিশ্বসাহিত্য কেন্দ্রের ঝিনাইদহের ইনচার্জ আলমগীর হোসেন, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক শুভ কুমার বিশ্বাস। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য, সহ-সভাপতি সফিক রেহমান জুয়েল, অর্থ সম্পাদক আজম খানঁ সেলিম, তথ্য ও অফিস সম্পাদক আনিচুর রহমান। আয়োজিত আলোচনা সভায়, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সজিব ওয়াজেদ জয়ের নানাবিধ কর্মকান্ড নিয়ে আলোচনা করেন বক্তারা।
No comments