ঝিনাইদহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) বাকাহীদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা র্সাকেল) তারেক আল মেহেদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, জনগণকে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
No comments