কালীগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বর্নাঢ্য আয়োজনে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শনিবার বিকেলে কলেজপাড়া দূর্গা মন্দিরে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার ভূমি অফিসার যাদব কুমার সরকার,মন্দির কমিটির নেতা দিনোবন্দু বিশ্বাস,গৌতাম বসু,পূজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দ সুনিল কুমার ঘোষ,প্রশান্ত খাঁ, উজ্জ্বল অধিকারী,মহেন্দ্রনাথ, জগেন বিশ্বাস, পরে মন্দির প্রাঙ্গন থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি যাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দিরের সামনে শেষ হয় । সনাতন ধর্মাবলম্বী হাজারো নর-নারীর ঢল নামে রাস্তায়। কথিত আছে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমনে বের হন। উৎসব উপলক্ষে শনিবার সকালে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞ ও গীতাপাঠের আয়োজন করে এ উৎসবে হরিনাম সংকৃর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতা সহ রয়েছে তাদের নানা আয়োজন করে।



শাস্ত্রমতে এই তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব আপন আলয় হতে রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করেন।আগামী ৭ দিন পরে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব আপন আলয়ে ফিরবেন তখন হবে উল্টো রথ ।

No comments

Powered by Blogger.