ঝিনাইদহের হাটগোপালপুর মর্নিংসান কিন্ডার গার্টেন স্কুলে সঠিকভাবে জাতীয় পতাকা আঁকা প্রতিযোগিতা
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপলপুর মর্নিংসান কিন্ডার গার্টেন স্কুলে সঠিক ভাবে জাতীয় পতাকা আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনদন পাঠশালা ও প্রেট্টা প্রোডাক্টস। এতে চারটি বিভাগের ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়য় আর চার গ্রুপের মধ্যে সেরাদের সেরা হয় ৮ম শ্রেণির ছাত্রী ঋতু বন্যা। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিশ্বনন্দন পাঠশালার সভাপতি ও ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজ সুফিয়ান, মোস্তফা আজিজ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজ, বিদ্যালয়ের অধ্যক্ষ মিসেস জিনিয়া পারভেজ ও পরিচালক মাসুদ পারভেজ, শিল্পী শফিক মাহমুদ উপস্থিত ছিলেন।
No comments