কালীগঞ্জে রাস্তা ও মন্দির উদ্বোধন করলেন এম পি আনার


মানিক ঘোষ স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৪ সংসদীয় মডেল এলাকায় তৈরীর বাস্তবায়নে জনগনের আশা পূর্ণ করতে চলেছে এম পি আনোয়ারুল আজীম আনার।বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভা কলেজপাড়া পূজা মন্দিরে ৩লক্ষ টাকা ব্যয়ে কাজ সংস্কারের জন্য উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ শাখার সভাপতি বাবু সুনিল কুমার ঘোষ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ কালীগঞ্জ শাখার সাধারন সম্পাদক উজ্জল অধিকারী,আওয়ামীলীগ নেতা দিনবন্ধু বিশ্বাস,গৌতাম বসু সহ মন্দির কমিটির নেত্রীবৃন্দ। এর পর সকাল দশটায় কালীগঞ্জ উপজেলাধীন রাখালগাছি ইউনিয়নে মামুদপুর বটতলা থেকে সানবান্ধা পালপাড়া মোড় পর্যন্ত ১কিলোমিটার রাস্তা এল জি ইডি বাস্তবায়নে প্রায় ৩২লক্ষ টাকা ব্যয়ে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকার গনমানুষের নেতা আনোয়ারুল আজিম আনার মহোদয়।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু,৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার,রাখালগাছি ইউনিয়নের যুবলীগের সভাপতি ইজ্জত আলী,ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ,গফুর মেম্বার সহ অনেকেই।বক্তব্য এম পি মহোদয় জানান আগামী নির্বাচনে জয়ী হয়ে ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় মডেল এলাকা তৈরী করবো।আর সব সময় সবার পাশে আছি ও থাকবো।

No comments

Powered by Blogger.