ইসলামী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন বিভাগে চালুকৃত সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার ১১৩ তম একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার।

রোববার প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহাসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা। সভা পরিচালনা করেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী সান্ধ্যকালীন প্রোগ্রাম বন্ধের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন। এসময় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়। তবে চলমান কোর্সসমূহ নিয়মানুযায়ী সমাপ্ত করার সুযোগ পাবেন। এছাড়াও ৪৩ জনকে এমফিল ও পিএইচ.ডি ডিগ্রী প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে একাডেমিক কাউন্সিলে সান্ধ্যকালীন প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করায় বর্তমান প্রশাসন ও একাডেমিক কাউন্সিলের সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ও আমাদের অনুসরণ করবে।’



No comments

Powered by Blogger.