ঝিনাইদহের হাটগোপালপুর আরটি কলেজে মাদক বিরোধী আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার হাগোপালপুর রাইচরণ তারিণীচরণ মহাবিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজে এ আলোচনা সভার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা এসময়, মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
No comments