মহেশপুরে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু, স্বামী পলাতক, থানায় মামলা দায়ের
মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে। স্বামী পলাতক রয়েছে। এই ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মিনু(২৫) ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এক বছর আগে উপজেলার কাজীরবেড় গ্রামের জামির হোসেনের মেয়ে মিনুর সাথে একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। মিনুর পিতা জামির হোসেন জানায়, সিরাজুলের প্রথম স্ত্রী বিদেশ থাকে সেই সুযোগে সে মিনুকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে সে মিনুকে যৌতুকের দাবীতে নির্যাতন করতো। ২২শে জুলাই সন্ধ্যায় সে নির্যাতন সইতে না পেরে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহে মর্গে পাঠিয়েছে। মিনুর স্বামী সিরাজুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। মহেশপুর থানা পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত কাজ শুরু করেছে বলে নিশ্চিৎ করেছে।
No comments