কালীগঞ্জে কারেন্ট জাল উদ্ধার, বাধ অপসারন জরিমানা আদায়




চিত্রা নিউজ কালীগঞ্জঃঝিনাইদহের কালীগঞ্জে দু’টি বাজারে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সময় নদী থেকে বাধ অপসারণ ও বাধ দেওয়ার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
শনিবার সকালে মৎস সপ্তাহ এর কর্মসূচীর অংশ হিসাবে কালীগঞ্জ শহরের পুরাতন মাছ বাজার ও কালুখালী বাজার এবং চিত্রা নদীতে এ অভিযান চালানো হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়ের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা জানান, কালীগঞ্জ শহরের পুরাতন মাছ বাজারে অভিযান চালিয়ে ৮শ মিটারণ কারেন্ট জাল উদ্ধার করেছে। এসময় কারেন্ট জাল বিক্রির অপরাধে তৈয়েবুর রহমান নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মাছ বাজারের বিভিন্ন দেকানে মাছে ফরমালিন পরীক্ষা করা হয়। তবে মাছে কোন ফরমালিন পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা। একই দিন দুপুরে কালীগঞ্জ উপজেলার কালুখালি এলাকায় চিত্রা নদীতে থেকে একটি মাছ ধরা বাধ অপসারণ করে ভ্রাম্যমান আদালত। এসময় বাধের মালিক সদর উদ্দীনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কালুখালী বাজারে শরিফুল ইসলামের দোকান থেকে ২শ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসময় কারেন্ট জাল বিক্রির অপরাধে তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায় জানান, দিন দিন খাল-বিল নদী থেকে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু বর্ষার সময় কিছু নদীতে ডিম ওয়ালা মা মাছ দেখা যায়। এই সুযোগে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি নদীতে বাধ দিয়ে ডিম ওয়ালা মাছ গুলো ধরে বাজারে বিক্রি করে। ডিম ওয়ালা মাছ গুলো যদি ডিম ঠিক মতো নদীতে পাড়তে পারে তাহলে প্রচুর মাছ পাওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা।

No comments

Powered by Blogger.