থাইল্যান্ডের গুহা থেকে কিশোরদের উদ্ধার অভিযান শুরু


 
চিত্রা নিউজ: থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দু সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

উদ্ধারকারী দল স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করেছে বলে ঘটনাস্থলেই এক সংবাদ সম্মেজানিয়েএকজন সরকারি কর্মকর্তা।

এর আগে উদ্ধারকারী দল, ডুবুরী, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেখে বাকী সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

গত ২৩শে জুন কিশোর ফুটবলার ও তাদের কোচ গুহার ভেতরে যাওয়ার পর আর বের হতে পারেননি।

ছবির কপিরাইট Thai Navy Image caption গুহার ভেতরে কিশোরদের দেখা যাচ্ছে ছবির কপিরাইট Max Yuttapong Kumsamut Image caption যেই গুহায় আটকে পড়েছে কিশোর ফুটবলার দল ও তাদের কোচ।

ধারণা করা হয়, গুহায় ঢোকার পরপরই প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং এতে করে তাদের বাইরে আসার পথ বন্ধ হয়ে যায়।

তেরজন বিদেশী ডুবুরী ছাড়াও থাই নৌ বাহিনীর আরও পাঁচজন এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

সূত্র-BBC NEWS

No comments

Powered by Blogger.