মহেশপুরের ছেলে মাহতাব উদ্দিন ৩দিন ধরে ঢাকায় নিখোঁজ


মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মাহতাব উদ্দিন ৩ দিন ধরে ঢাকার সাভার থেকে নিখোঁজ রয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রাখালভোগা গ্রামের ওয়াজ্জেদ আলীর ছেলে মাহতাব উদ্দিন(৩০) সাভারের একটি গার্মেন্টেস ফ্যাক্টরীতে কর্মরত ছিল। গত ১৫ই জুলাই বাসা থেকে বাজার করার উদ্দেশ্যে বের হলে সে নিখোঁজ হয়। ১৬ই জুলাই তার স্ত্রী সাভার থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ৯১৭। এদিকে ১৭ই জুলাই মঙ্গলবার সকালে মাহতাব উদ্দিনের ব্যবহৃত মোবাইল থেকে তার পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। মাহতাব উদ্দিনের সাথে কথা বলে দেওয়ার শর্তে ৪ হাজার টাকা ০১৭১১-১৭৪৯১২ এই মোবাইল নম্বরে বিকাশ নেয়। তার সাথে কথা না বলিয়ে আরো ১১ হাজার টাকা দাবী করে। পরিবার দাবীকৃত টাকা না দিয়ে বিষয়টি সাভার থানার দায়িত্বরত অফিসারকে জানায়। এ বিষয়ে সাভার থানার এস.আই জাহিদ জানায়, এ সংক্রান্ত জিডি হয়েছে তারা আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে মাহতাবের নিখোঁজের সংবাদে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

No comments

Powered by Blogger.