ঝিনাইদহে ৱ্যাবের সাথে বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
চিত্রা নিউজ : ঝিনাইদহ শহরের পবহাটি জামতলায় ৱ্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু্ইজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল, একশ ৫২ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে ৱ্যাব।
ৱ্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে। তারা হলেন- ঝিনাইদহ শহরের বাঘা যতীন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাদুল ইসলাম (৪২) ও উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এ সময় র্যাবের দুজন সদস্য আহত হন।
ৱ্যব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, রাতে ৱ্যাবের একটি টহল দল পবহাটি জামতলায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছিল। এসময় কয়েকটি মোটরসাইকেল আসতে দেখে থামার নির্দেশ দেয়া হয়।
কিন্তু মোটরসাইকেল আরোহীরা ৱ্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। ৱ্যাবও পাল্টা গুলি করে। পরে উভয় পক্ষের মধ্যে ২০-২৫ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ হয়। এক পর্যায়ে আরোহীরা পিছু হটে।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
No comments