ঝিনাইদহ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আফরিন তৃষ্ণাকে ল্যাপটপ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
সাইদুল করিম মিন্টু বলেন, আমি লেখা পড়ার জন্য যেকোনো সাহায্য সহযোগিতা করে আসছি। আজকে আমি তৃষ্ণার খবর পাওয়ার পর যোগাযোগকরেছি।আমি চাই কারোর যেন অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় ।পড়াশোনা বিষয়ে আমার সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে। তৃষ্ণার পিতা মিজানুর রহমান বলেন,আমার মেয়ের পাশে জনদরদী নেতা সাইদুল করিম মিন্টু দাড়িয়ে আমাকে সম্মানিত করেছে।আমি তার প্রতি চির কৃতজ্ঞ থাকবো
দৃষ্টি প্রতিবন্ধী সাদিয়া আফরিন তৃষ্ণা বলেন,আমারর পড়াশোনার জন্য ল্যাপটপ দিয়ে যে মহৎ কাজ করেছে আমি সারা জীবন তাকে মনে রাখবো।
No comments