ঝিনাইদহে দেশীয় চিকিৎসক সমিতির সংবর্ধনা ও কার্ড বিতরণ অনুষ্ঠান



ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাকীম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবিরাজ ইলিয়াস হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ হাকীম হাবিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন জেলা শাখার নেতা হাকীম আমদাজ হোসেন। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি আকরাম হোসেন, কুষ্টিয়া শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, যশোর শাখার সভাপতি আঃ মতিন, চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুজিবুর হক, মেহেরপুর শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন। আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।

No comments

Powered by Blogger.