ঝিনাইদহ ক্যাডেট কলেজে ড্রিল প্রতিযোগিতা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৫৫তম ইনটেকের আন্তঃ হাউস নভিসেস ড্রিল প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১শে জুলাই ২০১৮ শনিবার সকালে কলেজ প্যারেড গ্রাউন্ডে অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য মধ্য দিয়ে এই আয়োজন করা হয়। নভিসেস ড্রিল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে খায়বার হাউস। উপবিজয়ী হয়েছে হুনাইন হাউস শ্রেষ্ঠ টার্ন আউট সম্পন্ন ক্যাডেট নং ২৯৩৫ ক্যাডেট ইশরাক খায়বার হাউস। শ্রেষ্ঠ ড্রিল পারদর্শী ক্যাডেট নং ২৯৪৭ ক্যাডেট জারিফ হুনাইন হাউস। শ্রেষ্ঠ কমান্ডার ক্যাডেট নং ২৯৫৬ ক্যাডেট আইয়াদ হুনাইন হাউস। শ্রেষ্ঠ এনসিও প্রশিক্ষক কর্পোরাল মোখলেছুর রহমান। বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ কর্ণেল মো: সাদীকুল বারী, পিএসসি। প্রতিযোগিতায় বদর, খায়বার এবং হুনাইন হাউস অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো: আমিনুল ইসলাম, অ্যাডজুটেন্ট লে. কমান্ডার আসাদুজ্জামান নূর,সহ কলেজের শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ প্রমুখ।
No comments