নলডাঙ্গায় ব্রিজ ভেঙে ঝিনাইদহের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

ঝিনাইদহ প্রতিনিধি:
নলডাঙ্গা টু ঝিনাইদহ সড়কে খড়াশুনী গ্রামের বেলেদাড়ি নামক স্থানে রাস্তার ব্রিজ ভেঙে ঝিনাইদহের সাথে নলডাঙ্গা ইউনিয়নসহ ৪ টি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রীজ ভেঙে যাওয়ায় ৭-৮ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। অনেক পুরাতন এই ব্রিজটি দূর্বল হওয়ার কারনে ভেঙে যায়। স্থানীয়রা জানায়, বুধবারে ভোরে বালু ভর্তি একটা ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের গোড়া থেকে মাটি ও বালু ধসে গিয়ে ব্রিজটি ভেঙে বিরাট এক ভাঙনের সৃষ্টি হয়। তখন স্থানীয় লোকজন সাময়িকভাবে ব্রিজের উপর বাঁশ ও কাঠ দিয়ে কোন রকম জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলে। এতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
ব্রিজ ভাঙার কারনে ঝিনাইদহের সাথে এলাকাবাসীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে গেছে। ব্রিজ ভাঙার কারনে নলডাঙ্গা ইউনিয়ন, জামাল ইউনিয়ন, কোলা ইউনিয়ন, নিয়ামতপুর ইউনিয়নের প্রতিদিন শত শত যানবাহন ও বিভিন্ন স্কুল-কলেজ ও মসজিদ-মাদ্রাসায় যাতায়াতকারী ছাত্রছাত্রীসহ স্থানীয় লোকজন চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে ঝুকিপূর্ণ ভাবে বাঁশে উপর দিয়ে লোকজন রাস্তা পারাপার হচ্ছেন। এলাকাবাসীর দাবি- জরুরি ভিত্তিতে নতুন ব্রিজ করে যানবাহনসহ জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হোক। ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রায় ৭/৮ কিলোমিটার ঘুরে যানবাহন চলাচল করে ঝিনাইদহসহ অন্যান্য গন্তবে পৌছাতে হচ্ছে এলাকাবাসীর। এলজিইডি কর্তৃপক্ষ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থালে আসেনি। এ ব্যাপারে ঝিনাইদহের এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠো ফোনে বার বার ফোন দিলে অপর প্রান্ত থেকে ফোনটি কেটে দেওয়া হয়।
এ ব্যাপার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার জনসাধারন।

No comments

Powered by Blogger.