শৈলকুপার রতনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুইড রতনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেশমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ আহম্মেদ, অভিভাবক সদস্য হাজী নিজাম উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সম্পাদক ফয়সাল আহমেদ ও শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লকি, বিদ্যালয়টি সিনিয়র সহকারী শিক্ষক সাব্বির হোসেন রাজু। প্রধান অতিথি শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বিদ্যালয়টির নানা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদাণ করেন। এসময় বক্তারা, অটিস্টিক শিশুদের মেধা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লখ্যে, ২০১০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ৮৭ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু লেখাপড়া করছেন। আর পাঠদান করছেন ৭ জন শিক্ষক।
No comments