মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারীদের আনন্দ র্যালী
চিত্রা নিউজ কালীগঞ্জ:জাতীয় মজুরী স্কেল ২০১৫ মন্ত্রী পরিষদে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা। সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সম্বয়ন পরিষদের উদ্যোগে ও মোচিক চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের এ আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সোমবার সকাল ৯টার সময় মোচিক মেইন গেট থেকে আনন্দ র্যালীটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পর মিলের গ্যারেজের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ আলী শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আনোয়ারুল আজীম আনার এমপি, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহসাধারণ সম্পাদক নাজমুল, কোষাধক্ষ্য নজরুল ইসলাম, মোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রমুখ।
No comments