মহেশপুরে খোসালপুর সিমান্তে প্রায় সাড়ে ৫ কেজি রুপাসহ এক যুবক আটক।
চিত্রা নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির সীমান্তবর্তী খোসালপুর গ্রামের মাঠ থেকে বৃহস্পতিবার সকালে ৫ কেজি ২ শ ৪০ গ্রাম রুপাসহ খোশালপুর গ্রামের রবিউল হোসেনের পুত্র সাইফুল ইসলাম (৩৪) কে আটক করেছে খোশালপুর বিজিবি ক্যাম্প। এবিষয়ে খালিশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর সীমান্তবর্তী খোশালপুর গ্রাম দিয়ে বেশ কিছু রুপা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোসালপুর মাঠ থেকে ৬০/৮০ নং পিলার বাংলাদেশের ৩ শ গজ অভ্যান্তর থেকে ৫টি রুপার ব্যাগসহ সাইফুলকে আটক করে খোসালপুর বিজিবি। এসময় ব্যাগ গুলো তল্লাশি করে ৫ টি ব্যাগে ৫ কেজি ২৪০ গ্রাম রুপা পাওয়া যায়। আটককৃত রুপার মূল্য ৩লক্ষ ৬০ হজার ৫ শত টাকা।এব্যাপারে খোশালপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মগবুল হোসেন জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে রুপাসহ মহেশপুর থানায় পাঠানো হয়েছে।
No comments