ঝিনাইদহ বিসিক জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন




 চিত্রা নিউজ ডেস্ক:ঝিনাইদহ বিসিক জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বিসিক চত্বরে এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি মহুল। বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের ডেপুটি ম্যানেজার সেলিনা রহমান, জামান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আছাদুজ্জামান, বিসিক শিল্প মালিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. এম এ মজিদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যড. আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। বিসিক শিল্প মালিকদের অর্থায়নে নয়নাভিরাম এই মসজিদের নির্মাণ ব্যায় ধরা হয়েছে আড়াই কোটি টাকা।

No comments

Powered by Blogger.