ঝিনাইদহে গ্রুপ থিয়েটার ফেডারেশানের খুলনা বিভাগীয় প্রতিবাদ সভা


ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিরুদ্ধে চক্রান্ত ও এর ভাবমুর্তি বিনষ্টকারী কর্মকান্ডের বিরুদ্ধে ঝিনাইদহে খুলনা বিভাগীয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান খুলনা বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি একরামুল হক লিকু, ঝংকার শিল্পী গোষ্ঠী ঝিনাইদহের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, খুলনা বিভাগীয় কেন্দ্রীয় পরিষদ সদস্য স্বপন মাহমুদ, শাহীনুর আলম লিটন, নাজমা আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বিবর্তণ নাট্য গোষ্ঠীর সভাপতি রাজু আহম্মেদ মিজান, মিতালি সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি মিতুল সাঈদ, ঝিনাইদহ শিশু-কিশোর নাট্য দলের সভাপতি ইসাহাক আলী, শৈলকুপার কুমার নাট্য দলের সাধারণ সম্পাদক শরিফুল হক। এসময় বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিরুদ্ধে একটি কু-চক্রী মহল ষড়যন্ত্র করে আসছে। বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

No comments

Powered by Blogger.