কালীগঞ্জে বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সেমিনার

মানিক ঘোষ, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জে বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিশু মেলায় এ সেমিনারের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুসাইন শাফায়াত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোঃ শরিফা আক্তার, সির্ভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ প্রমুখ।
সেমিনারে কালীগঞ্জ পৌরএলাকার বিভিন্ন মাধ্যমিক ও কলেজের মেয়ে শিক্ষার্থী, শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.