ঝিনাইদহে সঠিক ভাবে জাতীয় পতাকা আঁকা প্রতিযোগিতা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সঠিক ভাবে জাতীয় পতাকা আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের হার্ভার্ড স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে বন্ধন পাঠশালা নামের একটি সংগঠন। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ৩ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হার্ভার্ড স্কুলের পরিচালক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা শিল্পী আজিজুর রহমান, বন্ধন পাঠশালার পরিচালক হাফিজ সুফিয়া, আর্ট শিক্ষক শফিক মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মমিনুল ইসলাম মানিকসহ বিদ্যালয়ের হার্ভার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বন্ধন পাঠশালা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments