কালীগঞ্জে ঈদ উপলক্ষে আইন শৃংখলা অনুষ্ঠানে আলোচনা সভা
মানিক ঘোষ স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঈদ উপলক্ষে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, কালীগঞ্জ থানা ইনচার্য অফিসার মিজানুর রহমান,কালীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন,নাছির চৌধরী,মহিদুল ইসলাম মন্টু,নজরুল ইসলাম ছানা,আলী হোসেন অপু,ইলিয়াস রহমান মিঠু,সোনারবাংলা ফাউন্ডেশনের অব্যবস্থাপনা পরিচালক শিবু পদ বিশ্বাস সহ সাংবাদিক ও উপজেলা কর্মকর্তারা। আইন শৃংখলা সভায় ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা বক্তব্যে মাদকের বিষয়ে উল্লেখ করেন।এই বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদসদস্য ও কালীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানায় নির্বাচনের পূর্ব পর্যন্ত মাদক নিধন অভিযান চালানোর জন্য।সেই সাথে আরও বলেন যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদের কোন তদবির করা যাবে না,প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন মাদক সেবী ও ব্যবসায়ীদের ধরে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে।কালীগঞ্জের বালিহাটকে উন্মুক্ত মঞ্চ ও শহীদ মিনার তৈরী করার কথা বলেন।শেষে যুব উন্নয়নের কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতে যুব ঋন দেন।সব শেষে বলেন ঈদের আনন্দ বয়ে আসুক সবার জীবেন।
No comments