ঝিনাইদহে ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন করা হয়েছে। জেলা নাট্য সমন্বয় পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, জেলা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম। কর্মশালা পরিচালনা করেন ঢাকা থেকে নাট্য প্রশিক্ষক আগত আফিরন হুদা তোড়া। ৩ দিন ব্যাপী এ কর্মশালায় জেলার ১৫ টি সংগঠনের মোট ৪০ জন নাট্যকর্মী অংশ নিচ্ছেন।
No comments