ঝিনাইদহে ৩ টি মিষ্টির দোকানে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

 মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি:
নোংরা পরিবেশে মিষ্টির তৈরী, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ মিষ্টি রাখার অপরাধে ঝিনাইদহে ৩টি মিষ্টির দোকানে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা, থানার সামনে ও পোষ্ট অফিস মোড়ের এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, জেলা ব্যাপী ভেজাল বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ শহরে অভিযান চালানো হয়। এসময়নোংরা পরিবেশে মিষ্টির তৈরী, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ মিষ্টি রাখার অপরাধে বাঘাট মিষ্টান্ন ভান্ডারে ১ লাখ, ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ৫০ হাজার ও কুষ্টিয়া দধি ভান্ডারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ মিষ্টি নষ্ট করা হয়।

No comments

Powered by Blogger.