মহেশপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে আবুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত আবুল হোসেন মহেশপুর উপজেলার পুরন্দরপুর গ্রামের জয়নাল মুন্সির ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার পুরন্দরপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে দুটি গাজার গাছ ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে আদালত বসিয়ে আবুল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই পাপিয়া সুলতানা,সিপাই সাইদুল হক উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.