কালীগঞ্জে সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল

মানিক ঘোষ স্টাফ রিপোর্টার :ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলার ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর দাখিল মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ,৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাবেক সভাপতি ইসরাইল হোসেন,সুন্দরপুর দূর্গা পুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা লিয়াকত হোসেন লিটন সহ আওয়ামীলীগের সকল সংগঠনের নেত্রীবৃন্দ ।



আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

No comments

Powered by Blogger.